খাদ্য অধিদপ্তর ড্রাইভার পদের লিখিত প্রশ্ন সমাধান | DGFOOD written exam solutions

খাদ্য অধিদপ্তর ড্রাইভার পদের লিখিত প্রশ্ন সমাধান | DGFOOD written exam solutions
খাদ্য অধিদপ্তর ড্রাইভার পদের লিখিত প্রশ্ন সমাধান | DGFOOD written exam solutions

 



খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের লিখিত পরীক্ষা প্রস্তুতির জন্য বিশেষ প্রশ্ন সমাধান এবং এক্সাম টিপস পেতে দেখুন। এই ভিডিওতে ২০২৫ সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের বিশ্লেষণ দেওয়া হয়েছে। ড্রাইভার পদের লিখিত পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা এবং উত্তর দেয়ার সেরা পদ্ধতি শিখুন।

বাংলা অংশের সমাধানঃ

১। বিপরীত শব্দ লিখুন:

(ক) ইচ্ছা = অনিচ্ছা

(খ) স্বাধীন = পরাধীন

(গ) লঘু = গুরু

২। এক কথায় প্রকাশ করুন:

(ক) চার রাস্তার সমাহার = চৌরাস্তা

(খ) কোকিলের ডাক = কুহু

(গ) জানার ইচ্ছা = জিজ্ঞাসা

৩। লিঙ্গ পরিবর্তন করুন:

(ক) বৃদ্ধ = বৃদ্ধা

(খ) রূপবান = রূপবতী

(গ) শিক্ষক = শিক্ষিকা

৪। বাংলায় অর্থ লিখুন:

(ক) Accident = দুর্ঘটনা

(খ) Fuel = জ্বালানী

(গ) Discipline = শৃঙ্খলা

৫। বাংলায় অনুবাদ করুন:

(i) I Love my country. = আমি আমার দেশকে ভালবাসি।

(iii) He went to market. = সে বাজারে গেল।

(ii) Do you know me? = তুমি কি আমাকে চেনো
৬। Fill in the blanks:

(a) ------Padma is a big river. = The

(b) This is -------orange = an

(c) He is -------European. = a

(d) Look the picture. = at

৭। Change the number:

(a) Bus = Buses

(b) Key = Keys

(c) Tooth = Teeth

৮। Translate into English:

(a) আমি গাড়ি চালাতে পারি। = I can drive.

(b) ঢাকা বাংলাদেশের রাজধানী। = Dhaka is the capital of Bangladesh.

(c) দরজাটি খোল। = Open the door.

গণিত/পদ সংশ্লিষ্ট অংশের সমাধানঃ

৯। রহিম প্রতি ঘণ্টায় গড়ে ৫০ কিলোমিটার গতিতে গাড়ী চালিয়ে কত সময়ে ৭৫০ কিলোমিটার পর পাড়ি দিবে?

উত্তরঃ ১৫ ঘণ্টায়
১০। ১ হালি ডিমের দাম ৬০ টাকা হলে, ২ ডজন ডিমের দাম কত?

উত্তরঃ ৩৬০ টাকা

১১। গাড়ীর ক্লাচের যে কোনো ২টি কাজ লিখুন।

উত্তরঃ গাড়ির ক্লাচের দুটি প্রধান কাজ হলো ইঞ্জিনকে ট্রান্সমিশন থেকে সংযোগ বিচ্ছিন্ন করা এবং গিয়ার পরিবর্তনের জন্য মসৃণ সংযোগ তৈরি করা।

১২। রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতির ক্রম লিখুন।।

উত্তরঃ রাস্তার ট্রাফিক সিগন্যালের সাধারণ ক্রমটি হলো লাল, হলুদ, সবুজ। লাল বাতি জ্বলে উঠলে গাড়ি থামিয়ে দিতে হবে, হলুদ বাতি দেখলে থামার প্রস্তুতি নিতে হবে বা অপেক্ষা করতে হবে, এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

১৩। ডাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী?

উত্তরঃ বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রধানত তিন ধরনের: লার্নার/শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স। লার্নার লাইসেন্স গাড়ি চালানো শেখার জন্য প্রয়োজন, অপেশাদার লাইসেন্স ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য এবং পেশাদার লাইসেন্স বাণিজ্যিক বা পেশাগতভাবে গাড়ি চালানোর জন্য ব্যবহৃত হয়।

১৪। কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ।

উত্তরঃ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান (যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়), উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা), আদালত এলাকা এবং অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত, যেখানে হর্ন বাজানো নিষেধ। এছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনাবশ্যক হর্ন বাজানোও নিষিদ্ধ।

১৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত?

উত্তরঃ বাংলাদেশে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর। অপেশাদার লাইসেন্স পেতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হয়।
১৬। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?

উত্তরঃ ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ারলক (Airlock) বলা হয়। এর ফলে ইঞ্জিনে পর্যাপ্ত ফুয়েল পৌঁছায় না, যার কারণে ইঞ্জিন চালু করতে অসুবিধা হয় বা গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়।

১৭। গাড়ীর হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হবে?

উত্তরঃ গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে বাল্ব, ফিউজ এবং ব্যাটারির সংযোগ পরীক্ষা করুন। যদি একটি বা উভয় হেডলাইটের বাল্ব নষ্ট হয়ে থাকে তবে তা পরিবর্তন করুন। হেডলাইট ফিউজ ক্ষতিগ্রস্ত হলে, ফিউজ বক্স খুঁজে গাড়ির ম্যানুয়াল দেখে নির্দিষ্ট ফিউজটি পরিবর্তন করতে হবে। এছাড়া ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার এবং ভালোভাবে টাইট করা আছে কিনা তা দেখে নিন

আরো পড়ুন : খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত সমাধান 

Post a Comment

Previous Post Next Post

Contact Form