![]() |
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF) মাঠ কর্মকর্তা MCQ সমাধান | পরীক্ষা ২৬ এপ্রিল ২০২৫ |
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF) মাঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার MCQ অংশটি চাকরিপ্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারীরা এখন তাদের উত্তর মিলিয়ে দেখতে আগ্রহী। তাই আমরা এখানে পরীক্ষায় আসা MCQ প্রশ্নপত্রের সমাধান তুলে ধরেছি, যাতে করে পরীক্ষার্থীরা সহজেই তাদের পারফরম্যান্স মূল্যায়ন করতে পারেন। যারা ভবিষ্যতে এই ধরনের পরীক্ষায় অংশ নিতে চান, তাদের জন্যও এই সমাধান হবে দারুণ একটি প্রস্তুতির উপকরণ। চলুন তাহলে দেখে নিই ২০২৫ সালের PDBF মাঠ কর্মকর্তা MCQ পরীক্ষার সম্পূর্ণ সমাধান!
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF)
মাঠ কর্মকর্তা পদের পরিক্ষা
২৬/০৪২০২৫
১। কোনটি শুদ্ধ বাক্য?
ক. ধর্মের কথা বাতাসে নড়ে
গ. খাল কেটে সাপ আনা
খ. এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
ঘ. বিরাট গরু ছাগলের হাট
উঃ খ,এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
২। গায়ে হলুদ কোন সমাস?
ক. অব্যয়ীভাব সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উঃ ঘ,বহুব্রীহি সমাস
৩। একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে
ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক. ২২৫%
গ. ১০০%
খ. ১২৫%
ঘ. ১১৫%
উ.খ,১২৫%
৪। চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক
ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে
কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয়
অপরিবর্তিত থাকে। তিনি চালের
ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
ক. ১৮%
খ. ১৬%
গ. ১৫%
ঘ. ২০%
উত্তরঃ ঘ,২০%
পরিক্ষা দিন নিজের যোগ্যতা যাচাই করুন :এখানে ক্লিক
৫। ছন্দের জাদুকর বলা হয় কাকে?
ক. সুকান্ত ভট্টাচার্য
গ. সুকুমার রায়
খ. সত্তেন্দ্রানাথ দত্ত
ঘ. সমরেশ বসু
উ: খ,সত্তেন্দ্রানাথ দত্ত
৬। Choose the sentence with an
abstract noun:
ক. His honesty impressed the judges
খ. The child plays in the park
গ. She opened the window
ঘ. I bought a new laptop yesterday
উ.ক,His honesty impressed the judges
৭। শীতার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত+আর্ত
গ. শীত-ঋত
খ. শীত+আর্ত
ঘ. শীতা-ঋত
উ. গ,শীত-ঋত
৮। (০.১০ ×০.০১ ০× ০.০৪) /
(০.০২× ০.০০২) এর মান কত?
ক. ০.০২
খ. ০.০০১
গ. ১
ঘ. ০.০১
উ. গ,১
১। জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি?
ক. বান কি মুন
খ. কফি আনান
গ. আন্তোনি গুতেরেস
ঘ. ক্র টোস ঘালি
উ: গ,আন্তোনি গুতেরেস
১০। Which of the following is
a proper noun?
ক. Teacher
খ. Car
গ. City
ঘ. Dhaka
উ. ঘ,Dhaka
১১। x + 1/x = √3 হলে,
x³+1/x^3=?
ক. ৬
খ. ৪
গ. ০
ঘ. ২
উ. গ,0
১২। Choose the correct option:
By the time we arrive, the movie
ক. Has started
খ. Had started
গ. Will have started
ঘ. Will start
উ.গ,Will have started
১৩। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. নিষ্প্রভখ,
খ.সৌম্য
গ. উদ্ধৃত্য
ঘ.বক্র
উ:বক্র
১৪। Choose the sentence ওহেরে
the gerund is the subject:
ক. She likes painting landscapes
খ. They were painting landscapes
গ. Painting landscapes is relaxing
ঘ. She has painted landscapes
উ. গ,Painting landscapes is relaxing
১৫। ১/২, ১/৪ এবং ৩/৪ সংখ্যাগুলির গড় কত?
ক. ১/২
খ. ৩/৪
গ. ১/৪
ঘ. ২/৩
উঃ ক,১/২
১৬। তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার
গুণফল ১২০ হলে এদের যোগফল কত?
ক. ১৪
খ. ৯
গ. ১২
ঘ. ১৫
উঃ ঘ,১৫
১৭। কোনটি কাজী নজরুল ইসলাম
রচিত উপন্যাস?
ক. শেষের কবিতা
খ. পথের পাঁচালী
গ. কুহেলিকা
ঘ. বিষাদ সিন্ধু
উ.গ,কুহেলিকা
১৮। ত্রিভুজের বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখন্ডক
তিনটির ছেদবিন্দু হলো:
ক. লম্বকেন্দ্র
খ. অন্তকেন্দ্র
গ. পরিকেন্দ্র
ঘ. ভরকেন্দ্র
উ. গ,পরিকেন্দ্র
১৯। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে
বেশি নদীবেষ্টিত?
ক. গৌরনদী
গ. বরিশাল
খ. পিরোজপুর
ঘ. ভোলা
উ. ঘ,ভোলা
২০। ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির
অনুপাত ৭: ৩ ওই মিশ্রণে কি পরিমাণ
পানি মিশালে এসিড ও পানির অনুপাত
হবে ৩: ৭?
ক. ৩৫ লিটার
গ. ১৫ লিটার
গ. ৬০ লিটার
ঘ. ৪০ লিটার
উ:৪০ লিটার
২১। ঢাকা মেট্রোরেল প্রকল্পের সার্বিক
তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা?
ক. ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
খ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
গ. ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ঘ. সড়ক ও জনপথ অধিদপ্তর
উ.গ,ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
২২। বাংলাদেশের সর্ব প্রথম
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই)
পণ্য কোনটি?
ক. ইলিশ মাছ
গ. কালোজিরা চাল
খ. জামালপুরের নকশী কাঁথা
ঘ. জামদানি শাড়ি
উঃ ঘ,জামদানি শাড়ি
২৩। Fill in the blanks: They --in this
house since ২০১০,
ক. Had lived
গ. Have lived
খ. Live
ঘ. Lived
উ:Have lived
২৪। Choose the coordinating conjunction:
ক. Because
গ. And
খ. Although
ঘ. Unless
উ. গ,And
২৫। CNG এর মূল দাহ্য পদার্থ কোনটি?
ক. বিউটেন
খ. প্রোপেন
গ. ইথেন
ঘ. মিথেন
উ. ঘ,মিথেন
২৬। Which sentence contains
an abstract noun?
ক. Honesty is the best policy
খ. He opened the door
গ. She bought a pen
ঘ. The cat is black
উ. ক,Honesty is the best policy
২৭। কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ?
ক. অনবরত
গ.অনায়েসে
খ. কখনোই না
ঘ. মাঝে মাঝে
উ. ঘ,মাঝে মাঝে
২৮। অলিম্পিক পতাকায় কয়টি রঙ থাকে?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৩টি
ঘ. ৫টি
উ. ক,৭টি
২৯। Which sentence is grammatically correct?
ক. Neither of the boys has done his homework.
খ. Neither of the boys has done their homework.
গ. Neither of the boys have done his homework.
ঘ. Neither of the boys have done their homework.
উ. ক,Neither of the boys has done his homework.
৩০। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অবনী
খ. পৃথ্বী
গ. নীর
ঘ. ক্ষিতি
উ.খ,পৃথ্বী
৩১। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি?
ক. মিসিসিপি-মিসৌরী
খ. নীলনদ
গ. শাত-ইল-আরব
ঘ. অ্যামাজান
উ.খ,নীলনদ
৩২। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক. ৪টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উ. গ,৩টি
৩৩। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. ফলা
খ. চিহ্ন
গ. কার
ঘ. প্রকৃতি
উ. ক,ফলা
৩৪। Which sentence contains
an adverb of frequency?
ক. He runs fast
গ. The live here
খ. She shouted loudly
ঘ. I always brush my teeth
before going to bed
উ.ঘ I always brush my teeth
before going to bed
৩৫। ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র
হতে হতে ৫ ৫ সে.মি. সে.মি. দূরত্বে
দূরত্বে অবস্থিত অবসি জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
ক. ১৩ সে.মি.
খ. ২৪ সে.মি.
গ. ১৮ সে.মি.
ঘ. ১২ সে.মি.
উ.খ,২৪ সে.মি
৩৬। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
ক. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
খ. পাবলিক সার্ভিস কমিশন
গ. নির্বাচন কমিশন
ঘ. রাষ্ট্রপতির কার্যাল
উ.ক,বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
৩৭। একটি সংখ্যার তিনগুনের সাথে
দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ২০
গ. ১৬
গ. ২৪
ঘ. ১৮
উ. ঘ,১৮
৩৮। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে
কোন পদ্ধতিতে?
ক. পরিবহন
গ. বিকিরণ
খ. পরিচলন
ঘ. রশ্মিবিচ্ছুরণ
উ:গ. বিকিরণ
৩৯। নিচের কোন শব্দটি জাতিবাচক
বিশেষ্যের উদাহরণ?
ক. পানি
খ. নদী
গ. সঞ্চিতা
ঘ. মিছিল
উ:খ. নদী
৪০। x²-11x+30 এবং x²-2x-15 এর
ল.সা.গু কত?
ক. x-5
খ. x²-z+3
গ. x²+ x + 3
ঘ. x-6
উ:ক. x-5
৪১। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি?
ক. শবমড়া
খ. শবদাহ
গ. শবপোড়া
ঘ. মড়াদাহ
উ.গ,শবপোড়া
৪২। Which sentence উসেস
the correct preposition?
ক. The pen is into the chair.
খ. The pen is under the chair.
গ. The pen is with chair
ঘ. The pen is below of the chair.
উ. খ,The pen is under the chair.
৪৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রন্থের
দ্বিগুন। আয়তক্ষেত্রের ৫১২ বর্গমিটার
হলে পরিসীমা কত মিটার?
ক. ৯৬ মিটার
গ. ৯৮ মিটার
খ. ৯৪ মিটার
ঘ. ৯২ মিটার
উ. ক,৯৬ মিটার
88 Antonym of ample is-
ক. Extensive
খ. Limited
গ. Sufficient
ঘ. Abundant
উ. খ,Limited
৪৫। Rina and -- are going to the market.
ক. I
খ. Me
গ. Mine
ঘ. Myself
উ. ক,I
৪৬। খাঁটি বাংলা উপসর্গ কত টি?
ক. ১৯টি
খ. ২০টি
গ. ২১টি
ঘ. ১৬টি
উ.গ,২১টি
৪৭। ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ......
এই ধারাটির দশম পদ কত হবে?
ক. ১৩
খ. ১৯
গ. ২১
ঘ. ১৬
উ. ঘ,১৬
৪৮। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে?
ক. প্রধান উপদেষ্টা
গ. প্রধান বিচারপতি
খ. সেনাবাহিনী প্রধান
ঘ. রাষ্ট্রপতি।
উ. ক,প্রধান উপদেষ্টা
৪৯। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের
আয়োজক কে?
ক. কানাডা
গ. সবগুলো
খ. যুক্তরাষ্ট্র
ঘ. মেক্সিকো
উ:গ. সবগুলো
৫০। Vocation শব্দের পারিভাষিক রূপ কোনটি?
ক. দান
গ. বৃত্তি
খ. অবকাশ
ঘ. অনুষ্ঠান
উ.গ,বৃত্তি
৫১। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৭টি
উ. গ,৪টি
৫২। দুইটি সংখ্যার অনুপাত ৫: ৮।
ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
ক. ৪০
খ. ১১৭
গ. ৯১
ঘ. ১০৪
উ. ঘ,১০৪
৫৩। ন্যাটো এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক. জার্মানি
গ. নেদারল্যান্ড
খ. ইতালি
ঘ. বেলজিয়াম
উ. ঘ,বেলজিয়াম
৫৪। Identify the tense:
"They will have completed
the task before sunset."
ক. Past perfect
খ. Future perfect
গ. Future continuous
ঘ. Present perfect
উ.খ,Future perfect
৫৫। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উ. গ,বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫৬। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি
ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে?
ক. ২০০৩ সালে
গ. ১৯৯৭ সালে
খ. ২০০০ সালে
ঘ. ১৯৯৪ সালে
উ. ভুল।
৫৭। Direct to indirect:
He said, "I am tired".
ক. He said he tired
খ. He said that he was tired
গ. He said that he is tired
ঘ. He said that I was tired
উ.খ,He said that he was tired
৫৮। বিখ্যাত যুদ্ধক্ষেত্র "ওয়াটার লু"
কোন দেশে অবস্থিত?
ক. ইংল্যান্ড
গ. ইতালি
খ. সুইডেন
ঘ. বেলজিয়াম
উ. ঘ,বেলজিয়াম
৫৯। The July-August 2024 movement
was nationwide. by students
ক. Lead
খ. Led
গ. Leadership
ঘ. Leading
উ. খ,Led
৬০। ০.০০০১ এর বর্গমূল কত?
ক. ০.০০১
খ. ০.১
গ. ০.০১
ঘ. ১
উ. গ,০.০১