এপ্রিল ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান | April Update Current Affairs 2025

 

এপ্রিল ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান | April Update Current Affairs 2025


এপ্রিল ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান | April Update Current Affairs 2025

এপ্রিল ২০২৫ মাসটি ছিল নানা গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। যারা চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এপ্রিলের সাম্প্রতিক বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আসুন দেখে নেওয়া যাক এপ্রিল ২০২৫-এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আপডেট:

আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ

এপ্রিলের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘটনা ছিল পোপ ফ্রান্সিসের মৃত্যু। তিনি ৮৮ বছর বয়সে ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন। ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য, যেখানে বিশ্বের ১৬৪টি দেশের প্রতিনিধি অংশ নেন। এটি বিশ্বব্যাপী বিশাল আলোড়ন তোলে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ করেন। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আনা হয়, যা আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলেছে। বিশেষ করে আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত বৈশ্বিক বাজারকে আলোচনায় নিয়ে আসে।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট

বাংলাদেশ এপ্রিল মাসে বড় বড় আন্তর্জাতিক সফলতা অর্জন করে। প্রথমত, বাংলাদেশ ও বিশ্বব্যাংক $৮৫০ মিলিয়ন ডলারের দুটি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে চট্টগ্রামের বে টার্মিনালের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়। এটি দেশের বাণিজ্যিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

১২ এপ্রিল ঢাকায় গাজার সমর্থনে এক বিশাল সমাবেশ হয় যেখানে প্রায় ১ লাখ মানুষ অংশ নেয়। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক সমর্থনমূলক সমাবেশ।

বাংলাদেশ আরও একটি গর্বের অর্জন করে; এপ্রিল মাসে নাসার "আর্টেমিস চুক্তি"-তে স্বাক্ষর করে। এর মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণার আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্ত হয়। এছাড়া, বাংলাদেশ বিশ্ব ল্যাক্রোসে ফেডারেশনের সদস্যপদ অর্জন করে, যা ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

১। বাংলাদেশে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট'-এর আয়োজন করা হয় কবে?
ক) ১০ এপ্রিল, ২০২৫
খ) ১১ এপ্রিল, ২০২৫
গ) ১২ এপ্রিল, ২০২৫
ঘ) ১৩ এপ্রিল, ২০২৫

উত্তর: গ) ১২ এপ্রিল, ২০২৫

২। দোয়ারাবাজার সীমান্ত কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট
খ) সুনামগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) হবিগঞ্জ

উত্তর: খ) সুনামগঞ্জ

৩। 'আনাতোলিয়া কূটনীতি ফোরাম (ADF)-২০২৫' কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক) সৌদি আরব
খ) তুরস্ক
গ) কাতার
ঘ) মিসর

উত্তর: খ) তুরস্ক

৪। ঐতিহাসিক 'পাগলা মসজিদ' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) ঢাকা
খ) কিশোরগঞ্জ
গ) নারায়ণগঞ্জ
ঘ) গাজীপুর

উত্তর: খ) কিশোরগঞ্জ

৫। বিখ্যাত 'চাঙ্গি বিমানবন্দর' কোন দেশে অবস্থিত?
ক) মালয়েশিয়া
খ) থাইল্যান্ড
গ) সিঙ্গাপুর
ঘ) ইন্দোনেশিয়া

উত্তর: গ) সিঙ্গাপুর

৬। আন্তর্জাতিক দাতা সংস্থা 'রেড ক্রস'-এর বর্তমান প্রধান কে?
ক) পিটার মাউরার
খ) মিরজানা স্পোলজারিক
গ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ঘ) টেড্রোস আদহানম

উত্তর: খ) মিরজানা স্পোলজারিক

৭। বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ কোনটি?
ক) চীন
খ) অস্ট্রেলিয়া
গ) চিলি
ঘ) রাশিয়া

উত্তর: গ) চিলি

৮। ইছামতী নদীর অবস্থান বাংলাদেশের কোন জেলায়?
ক) মাগুরা
খ) ঝিনাইদহ
গ) নড়াইল
ঘ) যশোর

উত্তর: খ) ঝিনাইদহ

৯। বাংলা সনের প্রবর্তক কে?
ক) শেরশাহ
খ) আকবর
গ) বাহাদুর শাহ
ঘ) হুমায়ুন

উত্তর: খ) সম্রাট আকবর

১০। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক) বাংলাদেশ
খ) অস্ট্রেলিয়া
গ) ভারত
ঘ) ইংল্যান্ড

উত্তর: গ) ভারত

১। বাংলাদেশ কততম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন 'আর্টেমিস' চুক্তিতে সই করেছে?
ক) ৫২তম
খ) ৫৩তম
গ) ৫৪তম
ঘ) ৫৫তম

উত্তর: গ) ৫৪তম

২। BIDA এর পূর্ণরূপ কী?
ক) Bangladesh Industrial Development Authority
খ) Bangladesh Investment Development Authority
গ) Bangladesh Internal Development Agency
ঘ) Bangladesh Infrastructure Development Authority

উত্তর: খ) Bangladesh Investment Development Authority

৩। বিশ্ব পথশিশু দিবস পালিত হয়-
ক) ১০ এপ্রিল
খ) ১১ এপ্রিল
গ) ১২ এপ্রিল
ঘ) ১৩ এপ্রিল

উত্তর: গ) ১২ এপ্রিল

৪। 'সাংগ্রাই' কোন আদিবাসী জনগোষ্ঠীর উৎসব?
ক) ত্রিপুরা
খ) মারমা
গ) চাকমা
ঘ) গারো

উত্তর: খ) মারমা

৫। বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কে?
ক) জেফ বেজোস
খ) অ্যান্ডি জেসি
গ) টিম কুক
ঘ) সুনদার পিচাই

উত্তর: ক) জেফ বেজোস
(দ্রষ্টব্য: যদিও বাস্তবে ২০২১ সালে জেফ বেজোস সিইও পদ থেকে সরে দাঁড়ান, ২০২৫-এর তথ্য অনুযায়ী তুমি যা দিয়েছো তা নিয়েই উত্তর দিলাম।)

৬। কোন প্রতিষ্ঠান চাঁদে তথ্য ভান্ডার স্থাপনের পরিকল্পনা করেছে?
ক) স্পেসএক্স
খ) নাসা
গ) লোনস্টার ডেটা হোল্ডিংস
ঘ) ব্লু অরিজিন

উত্তর: গ) লোনস্টার ডেটা হোল্ডিংস

৭। 'ফিলাডেলফি করিডোর' কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও বাংলাদেশ
খ) চীন ও নেপাল
গ) ফিলিস্তিন ও ইসরায়েল
ঘ) যুক্তরাষ্ট্র ও কানাডা

উত্তর: গ) ফিলিস্তিন ও ইসরায়েল

৮। সম্প্রতি ইউরোপের কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে?
ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) স্পেন
ঘ) সুইডেন

উত্তর: খ) ফ্রান্স

৯। 'এনগ্রো হোল্ডিংস' কোন দেশের ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) শ্রীলংকা

উত্তর: খ) পাকিস্তান

১০। বাংলাদেশে প্রথম 'আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড' চালু করেছে কোন ব্যাংক?
ক) ডাচ্-বাংলা ব্যাংক
খ) ব্র্যাক ব্যাংক
গ) সিটি ব্যাংক
ঘ) প্রাইম ব্যাংক

উত্তর: গ) সিটি ব্যাংক

আরো পড়ুন : পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF) মাঠ কর্মকর্তা MCQ সমাধান | পরীক্ষা ২৬ এপ্রিল ২০২৫



Post a Comment

Previous Post Next Post

Contact Form