![]() |
NSI Exam question solutions 2025 |
জাতিয় গোয়েন্দা সংস্থা( NSI)
পদ:ফিল্ড স্টাফ
তাং ২০.৬.২০২৫
১. ‘কুলাচার্য’ বলতে কী বোঝায়?
ক. প্রধান পুরোহিত
খ. পরিবারের প্রধান
গ. প্রধান শিক্ষক
ঘ. উন্নত জাতির বড়ো
উ: খ, পরিবারের প্রধান
২. ‘মূক’ অর্থ কী?
ক. বোবা
খ. অন্ধ
গ. মুখ
ঘ. অবাক
হ
উ: ক, বোবা
৩. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক
প্রামাণ্য চলচ্চিত্র?
ক. মুক্তির কবিতা
খ. মুক্তির গল্প
গ. মুক্তির কথা
ঘ. মুক্তির গান
উ: ঘ, মুক্তির গান
৪. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কী?
ক. গগন
খ. কিরণ
গ. কানন
ঘ. অসীম
উ: ক, গগন
৫. ‘নবাণ’ এর সঠিক সন্ধি
বিচ্ছেদ কী?
ক. নব + অণ
খ. নব + ন
গ. নব + আন
ঘ. নব + অন
উ: ঘ, নব + অন
৬. ‘আচার’ এর বিপরীত শব্দ কী?
ক. অনাচার
খ. দুরাচার
গ. সুশাচার
ঘ. মিষ্টি
উ: ক, অনাচার
৭. বিংশ্তি যুক্ত না হলে সেখানে
কোন বিভক্তি হয়?
ক. ষষ্ঠী
খ. সম্মান
গ. দ্বিতীয়া
ঘ. শূন্য
উ: ঘ, শূন্য
৮. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক
কবি কে?
ক. ভারতচন্দ্র রায়
খ. নবীনচন্দ্র
গ. বিদ্যাপতি
ঘ. মুকুন্দরাম
উ: ক, ভারতচন্দ্র রায়
৯. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী?
ক. মহাভারত
খ. মহাভাষ্য
গ. মেঘনাদ বধ
ঘ. অন্নদামঙ্গল
উ: গ, মেঘনাদ বধ
১০. মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ
উপন্যাস কোনটি?
ক. বিবাহ সিদ্ধু
খ. জমিদার দর্পণ
গ. রত্নাবতী
ঘ. গো জীবন
উ: ক, বিবাহ সিদ্ধু
১. 'চন্দ্রগুপ্ত' নাটকটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উ: খ, দীনবন্ধু মিত্র
২. 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের
লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উ: খ, মানিক বন্দ্যোপাধ্যায়
৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম
নাট্যকার কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. কাজী নজরুল ইসলাম
গ. আলাওল
ঘ. সৈয়দ ওয়ালিউল্লাহ
উ: ক, মীর মশাররফ হোসেন
৪. 'মেঘনাদবধ কাব্য' কোন
ধরনের কাব্য?
ক. প্রণয় কাব্য
খ. মহাকাব্য
গ. গীতিকাব্য
ঘ. নাট্যকাব্য
উ: খ, মহাকাব্য
৫. 'অপরাজিত' উপন্যাসের
প্রধান চরিত্র কে?
ক. হরিহর
খ. অপু
গ. দুর্গা
ঘ. শংকর
উ: খ, অপু
৬. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
গ্রন্থের রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রাজা রামমোহন রায়
গ. উইলিয়াম কেরি
ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উ: খ, রাজা রামমোহন রায়
৭. 'কৃষ্ণকুমারী' নাটকটির
রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উ: খ, মাইকেল মধুসূদন দত্ত
৮. 'চাঁদের পাহাড়' উপন্যাসের রচয়িতা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উ: ক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. রাজা রামমোহন রায়
উ: ঘ, রাজা রামমোহন রায়
১০. 'কপালকুণ্ডলা' উপন্যাসের
নায়িকার নাম কী?
ক. সূর্যমুখী
খ. কপালকুণ্ডলা
গ. কমলমুখী
ঘ. শ্যামাসুন্দরী
উ: খ, কপালকুণ্ডলা
২০. খলিফা মামুন কোথাকার
শাসনকর্তা ছিলেন?
ক. বাগদাদ
খ. দামেস্ক
গ. সিরিয়া
ঘ. ইরান
উ: ক, বাগদাদ
২১. ভাষা আন্দোলনের সময়
ছাত্রদের উপর গুলি করা হয়-
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে
খ. সোহরাওয়ার্দী উদ্যানে
গ. ঢাকা মেডিকেল কলেজের সামনে
ঘ. ঢাকা কলেজের সামনে
উ: গ, ঢাকা মেডিকেল কলেজের সামনে
২২. বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের
কোন এলাকায় অপারেশন
পরিচালনা করতেন?
ক. ঢাকা ও আশেপাশে
খ. চট্টগ্রাম ও আশেপাশে
গ. যশোর ও এর আশেপাশে
ঘ. সিলেট ও এর আশেপাশে
উ: ক, ঢাকা ও আশেপাশে
২৩. ১৯৭১ সালে পাকবাহিনী দ্বারা
পরিচালিত অপারেশন এর নাম কী?
ক. অপারেশন মিউ নাইট
খ. অপারেশন ঢাকা
গ. অপারেশন সার্চ লাইট
ঘ. অপারেশন টর্চ লাইট
উ: গ, অপারেশন সার্চ লাইট
২৪. ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কী
নামে অভিহিত করা হয়?
ক. আগস্ট গণঅভ্যুত্থান
খ. বৈসম্যবিরোধী গণঅভ্যুত্থান
গ. ছাত্র জনতা অভুত্থান
ঘ. জুলাই গণঅভ্যুত্থান
উ: ঘ, জুলাই গণঅভ্যুত্থান
২৫. প্রাচীন বাংলার মৌর্য শাসনের
প্রতিষ্ঠাতা কে?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক মৌর্য
গ. সমুদ্র গুপ্ত
ঘ. কোনোটিই নয়
উ: ক, চন্দ্রগুপ্ত মৌর্য
২৬. কীসের ভিত্তিতে পূর্ব বাংলায়
ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. সামাজিক চেতনা
খ. দ্বি জাতি তত্ত্ব
গ. বাঙালি জাতীয়তাবাদ
ঘ. অসাম্প্রদায়িকতা
উ: গ, বাঙালি জাতীয়তাবাদ
২৭. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ১১
খ. ২
গ. ১২
ঘ. ১০
উ: ঘ, ১০
২৮. সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. মানবিক করিডোর
খ. রোহিঙ্গা ইস্যু
গ. জুলাই বিপ্লব
ঘ. অর্থনৈতিক সহায়তা
উ: খ, রোহিঙ্গা ইস্যু
২৯. বর্তমানে বাংলাদেশের বাণিজ্য
উপদেষ্টার নাম কী?
ক. জনাব বশির উদ্দিন
খ. জনাব তৌহিদ হোসেন
গ. জনাব মাহফুজ আলম
ঘ. জনাব আসিফ নজরুল
উ: ক, জনাব বশির উদ্দিন
৩০. বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক
দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. যুক্তরাষ্ট্র
উ: ঘ, যুক্তরাষ্ট্র
৩১. সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের
কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে?
ক. জম্মু
খ. বোরগাম
গ. পেহেলেগাম
ঘ. লাদাখ
উ: খ, বোরগাম
৩২. ন্যাটোর সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন
খ. হেগ
গ. প্যারিস
ঘ. ব্রাসেলস
উ: ঘ, ব্রাসেলস
৩৩. বিমসটেকের বর্তমান সভাপতি
কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. নেপাল
গ. থাইল্যান্ড
ঘ. ভারত
উ: গ, থাইল্যান্ড
৩৪. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি
রপ্তানি করে কোন দেশে?
ক. কুয়েত
খ. মালয়েশিয়া
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. সৌদি আরব
উ: ঘ, সৌদি আরব
৩৫. কত দিন পর পর একজন সুস্থ
মানুষ রক্ত দিতে পারেন?
ক. ৯০ দিন
খ. ১১০ দিন
গ. ১০০ দিন
ঘ. ১২০ দিন
উ: ঘ, ১২০ দিন
৩৬. বর্তমানে বাংলাদেশের পুরুষ
টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক কে?
ক. মেহেদী হাসান মিরাজ
খ. মেহেদী হাসান
গ. লিটন কুমার দাস
ঘ. তৌহিদ হৃদয়
উ: গ, লিটন কুমার দাস
৩৭. বাংলাদেশ ও ভারতের পৃথকারী
নদীর নাম কী?
ক. হাড়িয়াভাঙ্গা
খ. নাফ
গ. যমুনা
ঘ. ব্রহ্মপুত্র
উ: খ, নাফ
৩৮. কোনটি আবিষ্কারের ফলে ঘরে
বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে?
ক. ল্যাপটপ
খ. কম্পিউটার
গ. মোবাইল
ঘ. ইন্টারনেট
উ: ঘ, ইন্টারনেট
৩৯. নিচের কোনটি সোস্যাল
প্ল্যাটফর্ম নয়?
ক. Twitter
খ. Bing
গ. Instagram
ঘ. Facebook
উ: খ, Bing
৪০. স্কার্ভি রোগ কিসের অভাবে
হয়ে থাকে?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-বি
গ. ভিটামিন-সি
ঘ. ভিটামিন-ডি
উ: গ, ভিটামিন-সি
৪১. Change the following from
Passive voice to Active voice:
"I am being helped by my brother."
ক. My brother is helping me.
খ. My brother will be helping me.
গ. My brother was helping me.
ঘ. My brother helped me.
উ: ক, My brother is helping me.
৪২. Change the following sentence
from Passive voice to Active
voice: "The students are being
questioned by the teacher."
ক. The teacher was questioning the students.
খ. The teacher is questioning the students.
গ. The teacher will be questioning the students.
ঘ. The teacher has been questioning
the students.
উ: খ, The teacher is questioning
the students.
৪৩. "There is no rose but thorn"
- এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে:
ক. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
খ. গোলাপের কাঁটা থাকে না
গ. কাঁটা আছে গোলাপ নেই
ঘ. সেখানে কোন গোলাপ নেই কিন্তু কাঁটা আছে
উ: ক, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
৪৪. William Shakespeare is the poet of:
ক. 16/17th century
খ. 13/14th century
গ. 11/12th century
ঘ. 18/19th century
উ: ক, 16/17th century
৪৫. Find out the preposition in
given sentence: "He was talking
about the cricket match."
ক. he
খ. was talking
গ. about
ঘ. the cricket match
উ: গ, about
৪৬. Find out the preposition in the
given sentence: "Ali stood
under the tree."
ক. Ali
খ. under
গ. stood
ঘ. the tree
উ: খ, under
৪৭. What part of speech connects
words or groups of words?
ক. Preposition
খ. Adverb
গ. Conjunction
ঘ. Pronoun
উ: গ, Conjunction
৪৮. What is the singular form
of the word 'leaves'?
ক. Leef
খ. Leaf
গ. Leif
ঘ. Leafs
উ: খ, Leaf
৪৯. Which part of speech
substitutes for a noun?
ক. Pronoun
খ. Verb
গ. Conjunction
ঘ. Noun
উ: ক, Pronoun
৫০. Which of the following is not
a singular number?
ক. Child
খ. Fruit
গ. People
ঘ. Cat
উ: গ, People
৫১. The correct form of "The
my house was a good man." is:
ক. To whom I sell
খ. To who I sell
গ. To whom I sold
ঘ. None of the above
উ: গ, To whom I sold
৫২. The negative form of
"Zubayer goes to school." is:
ক. Zubayer does not go to school
খ. Zubayer is not going to school
গ. Zubayer was not going to school
ঘ. Zubayer has not gone to school
উ: ক, Zubayer does not go to school
৫৩. Identify the tense in the given
sentence: "I went to school."
ক. Past tense
খ. Past Continuous
গ. Past Perfect tense
ঘ. Past Perfect Continuous tense
উ: ক, Past tense
৫৪. Identify the tense in the
following sentence: "I was
dancing on the stage."
ক. Past tense
খ. Past Continuous tense
গ. Past Perfect tense
ঘ. Past Perfect Continuous tense
উ: খ, Past Continuous tense
৫৫. Choose the feminine form of
the masculine noun "Eagle":
ক. She-eagle
খ. Ewe
গ. Eagle
ঘ. Eagelin
উ: ক, She-eagle
৫৬. Which noun is the masculine
counterpart of "the lady"?
ক. Gentleman
খ. Human
গ. People
ঘ. Uncle
উ: ক, Gentleman
৫৭. Choose the correct option:
"This is ___ beautiful book."
ক. A
খ. An
গ. The
ঘ. Both an and the
উ: ক, A
৫৮. Fill in the blank with the
missing article: "I read ___
Sanchita."
ক. A
খ. An
গ. The
ঘ. Both an and the
উ: গ, The
৫৯. "___ is my body."
ক. To swim
খ. Swim
গ. Swimming
ঘ. For swimming
উ: গ, Swimming
৬০. "An open secret" means:
ক. Secret not known to all
খ. A hidden secret
গ. A secret known to all
ঘ. No secret at all
উ: গ, A secret known to all
৬১. "A cow is ___ than an elephant."
ক. Smaller
খ. Bigger
গ. Longer
ঘ. Shorter
উ: ক, Smaller
৬২. Which one is correct
spelling of an education
institution?
ক. University
খ. Unniversity
গ. Univercity
ঘ. Univirsity
উ: ক, University
৬৩. Which one is correct
spelling of toxic element?
ক. Poison
খ. Poyson
গ. Poisone
ঘ. Poysone
উ: ক, Poison
৬৪. What is the synonym of "GLOOMY"?
ক. Cloudy
খ. Bright
গ. Happy
ঘ. Joyful
উ: ক, Cloudy
৬৫. ৬০ কি.মি./ঘণ্টায় চলমান ১০০
মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত
দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য
একটি ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম
করলে দ্বিতীয় ট্রেনাটির দৈর্ঘ্য কত?
ক. ১০০ মিটার
খ. ২০০ মিটার
গ. ৩০০ মিটার
ঘ. ৪০০ মিটার
উ: ঘ, ৪০০ মিটার
৬৬. একই হার মুনাফায় কোনো আসল
৬ বছরে মুনাফা-আসলে ২ গুণ হলে
কত বছরে তা মুনাফা-আসলে ৩ গুণ হবে?
ক. ৬ বছর
খ. ৮ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
উ: ঘ, ১২ বছর
৬৭. একটি গাছ ঝড়ে ১০ মিটার উঁচুতে
ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ
দন্ডায়মান অংশের সাথে ৬০° কোণ
উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে
। গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত?
ক. ২০ মি.
খ. ২৮ মি.
গ. ৩০ মি.
ঘ. ৪০ মি.
উ: গ, ৩০ মি.
৬৮. একজন দোকানদার কিছু ডাল
২৩৭৫ টাকায় বিক্রয় করলে তার
৫% ক্ষতি হয়। ঐ ডাল কত টাকা
বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
ক. ২৫৬০
খ. ২৬৬০
গ. ২৫০০
ঘ. ২৬৫০
উ: ঘ, ২৬৫০
৬৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০,
১৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে
ভাগশেষ ১ হবে?
ক. ৬১
খ. ৫১
গ. ৯১
ঘ. ১৩১
উ: ক, ৬১
৭০. ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
৩:৪:৫ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
ক. ৪৫°
খ. ৬০°
গ. ৮০°
ঘ. ৯০°
উ: ঘ, ৯০°
৭১. 4-2√2-√12-8√2 = ?
ক. 2+√2
খ. (2+√2)(2-√2)
গ. 2-√2
ঘ. √2(2-1)
উ: গ, 2-√2
৭২. একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা
হলে উপরের পিঠে একই সংখ্যা
আসার সম্ভাবনা কত?
ক. ১/৭২
খ. ৭২
গ. ১/২১৬
ঘ. ১/৩৬
উ: ঘ, ১/৩৬
৭৩. মাতা ও দুই পুত্রের বয়সের গড়
অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের
গড় ৫ বছর বেশি। পিতার বয়স ৫০
বছর হলে মাতার বয়স কত?
ক. ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪০
উ: গ, ৩৫
৭৪. x³ = 24-15√3 হলে x²+2
এর মান কত?
ক. 12
খ. 10
গ. 14
ঘ. 16
উ: গ, 14
৭৫. log₂ + logₑ² = কত?
ক. -1
খ. 1
গ. -2
ঘ. 2
উ: খ, 1
৭৬. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক
বাহুর দৈর্ঘ্য ১ মি. বাড়ালে ক্ষেত্রফল
3√3 বর্গ মি. বেড়ে যায়।
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
ক. ৫.৫ মি.
খ. ৬.৫ মি.
গ. ৭.৫ মি.
ঘ. ৮.৫ মি.
উ: ক, ৫.৫ মি.
৭৭. log3 + log9 + প্রথম ১৫টি
পদের সমষ্টি কত?
ক. 51083
খ. 120 log3
গ. 155 log3
ঘ. 180 log3
উ: খ, 120 log3
৭৮. একটি বালিকা বিদ্যালয়ের একটি
শ্রেণি কক্ষে প্রতি বেঞ্চে ৫ জন করে
ছাত্রী বসালে ২টি বেঞ্চ খালি থাকে।
কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী
বসলে ৫ জন ছাত্রীকে দাঁড়িয়ে
থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের
সংখ্যা কয়টি?
ক. ১৫ টি
খ. ১৮ টি
গ. ১৬ টি
ঘ. ২৪ টি
উ: ক, ১৫ টি
৭৯. শতকরা বার্ষিক ৫ টাকা হার
সুদে কত টাকায় ১০ বছরে ৪৫০০
টাকা হবে?
ক. ২৫০০
খ. ৩২০০
গ. ৩০০০
ঘ. ৩৫০০
উ: গ, ৩০০০
৮০. ১৬ হতে ৩০ পর্যন্ত বিজোড়
সংখ্যায় মধ্যক কত?
ক. ১৭
খ. ১৯
গ. ২১
ঘ. ২৩
উ: ঘ, ২৩