পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান পরিক্ষা। Current Affairs exam

পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান পরিক্ষা। Current Affairs exam
Current Affairs exam


0%
Question 1: ‘এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ’ পুরস্কার ২০২৫ সালে কোন প্রতিষ্ঠান পেয়েছে?
ক) নগদ
খ) বিকাশ
গ) রকেট
ঘ) উপায়
Explanation: বিকাশ এই পুরস্কার পেয়েছে।
Question 2: সম্প্রতি জাতিসংঘ শান্তি রক্ষা পদক পেয়েছে বাংলাদেশের কোন কন্টিনজেন্ট?
ক) সেনাবাহিনী কন্টিনজেন্ট
খ) নৌবাহিনী কন্টিনজেন্ট
গ) পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১
ঘ) বিমান বাহিনী কন্টিনজেন্ট
Explanation: পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১ এই পদক পেয়েছে।
Question 3: কোন মিশনের জন্য বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১ জাতিসংঘ শান্তি রক্ষা পদক পেয়েছে?
ক) দক্ষিণ সুদান শান্তি মিশন
খ) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শান্তি রক্ষা মিশন
গ) মালির শান্তি মিশন
ঘ) আফগানিস্তান পুনর্গঠন মিশন
Explanation: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মিশনের জন্য এই পদক প্রদান করা হয়।
Question 4: দেশে বর্তমানে কয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে?
ক) ৩৩টি
খ) ৩৪টি
গ) ৩৫টি
ঘ) ৩৬টি
Explanation: দেশে বর্তমানে ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
Question 5: মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে?
ক) মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)
খ) ইউনিভার্সিটি অব মালয়া
গ) পুত্রা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়
ঘ) কুয়ালালামপুর ওপেন ইউনিভার্সিটি
Explanation: ইউকেএম এই সম্মাননা প্রদান করেছে।
Question 6: চীনে অনুষ্ঠিত আইওএআই'র দ্বিতীয় আসরে বাংলাদেশ কতটি ব্রোঞ্জপদক জিতেছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
Explanation: বাংলাদেশ ২টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
Question 7: সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতা স্মারক ও কয়টি নোট বিনিময় হয়েছে?
ক) ৪টি সমঝোতা স্মারক, ২টি নোট
খ) ৫টি সমঝোতা স্মারক, ৩টি নোট
গ) ৬টি সমঝোতা স্মারক, ২টি নোট
ঘ) ৫টি সমঝোতা স্মারক, ২টি নোট
Explanation: ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট বিনিময় হয়েছে।
Question 8: সম্প্রতি বাংলাদেশের কোন মৃতপ্রায় নদী স্থানীয় জনগণের সুরক্ষায় পানির প্রবাহ ফিরে পেয়েছে?
ক) ভোলা নদী
খ) ভুলুয়া নদী
গ) রূপসা নদী
ঘ) কর্ণফুলি নদী
Explanation: ভুলুয়া নদী পুনরুজ্জীবিত হয়েছে।
Question 9: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর প্রতিপাদ্য কী?
ক) অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি
খ) মাছের চাষ, অর্থের উৎস
গ) মৎস্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা
ঘ) নদী বাঁচাও, মাছ বাঁচাও
Explanation: প্রতিপাদ্য হলো “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।
Question 10: সম্প্রতি কোন দেশে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত 'জিনিয়াস অ্যাক্ট' পাশ হয়?
ক) যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) চীন
ঘ) দক্ষিণ কোরিয়া
Explanation: যুক্তরাষ্ট্রে এই আইন পাশ হয়েছে।
Question 11: ২০২৫-২৬ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
ক) ৬০.৫ বিলিয়ন ডলার
খ) ৬৩.৫ বিলিয়ন ডলার
গ) ৬৫ বিলিয়ন ডলার
ঘ) ৬৪ বিলিয়ন ডলার
Explanation: লক্ষ্যমাত্রা ৬৩.৫ বিলিয়ন ডলার।
Question 12: সেপ্টেম্বরে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) ঢাকা
ঘ) ব্যাংকক
Explanation: নিউইয়র্কে সম্মেলন হবে।
Question 13: টেলিকম প্রতিষ্ঠান ‘আজিয়াটা’ (Axiata) কোন দেশ ভিত্তিক?
ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া
Explanation: মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান।
Question 14: সম্প্রতি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ডকু ড্রামার নাম কী?
ক) ২৬ মার্চ
খ) ৩৬ জুলাই
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৬ ডিসেম্বর
Explanation: নাম হলো “৩৬ জুলাই”।
Question 15: ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন কবে?
ক) ১০ আগস্ট ২০২৫
খ) ১১ আগস্ট ২০২৫
গ) ১২ আগস্ট ২০২৫
ঘ) ১৩ আগস্ট ২০২৫
Explanation: ১২ আগস্ট ২০২৫ তারিখে মৃত্যু হয়।
Question 16: সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আবারও বিধিনিষেধ আরোপ করেছে কোন দেশ?
ক) চীন
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) শ্রীলঙ্কা
Explanation: ভারত আবারও এই বিধিনিষেধ দিয়েছে।
Question 17: র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) কোন দেশের আধা সামরিক বাহিনী?
ক) সুদান
খ) সিরিয়া
গ) লিবিয়া
ঘ) মালি
Explanation: সুদানের আধা সামরিক বাহিনী।
Question 18: আন্তর্জাতিক সালিশ আদালত (PCA) কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ) দ্য হেগ, নেদারল্যান্ডস
গ) প্যারিস, ফ্রান্স
ঘ) লন্ডন, যুক্তরাজ্য
Explanation: দ্য হেগ, নেদারল্যান্ডস-এ অবস্থিত।
Question 19: গোলান মালভূমি নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে?
ক) ইরাক ও ইসরায়েল
খ) সিরিয়া ও ইসরায়েল
গ) লেবানন ও ইসরায়েল
ঘ) মিশর ও ইসরায়েল
Explanation: বিরোধ সিরিয়া ও ইসরায়েলের মধ্যে।
Question 20: ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) গৌতম ঘোষ
খ) তারেক মাসুদ
গ) মোরশেদুল ইসলাম
ঘ) আমজাদ হোসেন
Explanation: তারেক মাসুদ এই চলচ্চিত্র নির্মাণ করেন।
Question 21: ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎসমুখে অবস্থিত?
ক) ধলাই নদ
খ) পিয়াইন নদ
গ) সুরমা নদ
ঘ) যাদুকাটা নদ
Explanation: ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ধলাই নদীর উৎসমুখে অবস্থিত।
Question 22: বর্তমানে দেশে খাদ্য মজুদ কত?
ক) ২০ লাখ ৫০ হাজার টন
খ) ২১ লাখ ৭৯ হাজার টন
গ) ২২ লাখ ১০ হাজার টন
ঘ) ২১ লাখ ৫০ হাজার টন
Explanation: বর্তমানে দেশের খাদ্য মজুদ ২১ লাখ ৭৯ হাজার টন।
Question 23: সম্প্রতি কোন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনামূল্যে কন্টেন্ট ব্যবহারের দায়ে মামলা দায়ের হয়েছে?
ক) ওপেনএআই
খ) পারপ্লেক্সিটি
গ) গুগল ডিপমাইন্ড
ঘ) অ্যানথ্রপিক
Explanation: পারপ্লেক্সিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।
Question 24: দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে কবে?
ক) ১৫ আগস্ট ২০২৫
খ) ২০ আগস্ট ২০২৫
গ) ২৫ আগস্ট ২০২৫
ঘ) ৩০ আগস্ট ২০২৫
Explanation: ২০ আগস্ট ২০২৫ তারিখে উদ্বোধন হবে।
Question 25: সম্প্রতি কোন সেতু থেকে রেললাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ?
ক) যমুনা সেতু
খ) মেঘনা সেতু
গ) পদ্মা সেতু
ঘ) কর্ণফুলি সেতু
Explanation: যমুনা সেতু থেকে রেললাইন উঠানো হয়েছে।
Question 26: বর্তমানে গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় কোথায় শুরু হচ্ছে?
ক) দোহা
খ) কায়রো
গ) আঙ্কারা
ঘ) আম্মান
Explanation: কায়রোতে আলোচনা শুরু হচ্ছে।
Question 27: বর্তমানে দেশে মোট উপজেলা কতটি?
ক) ৪৯৩টি
খ) ৪৯৪টি
গ) ৪৯৫টি
ঘ) ৪৯৬টি
Explanation: দেশে মোট উপজেলা সংখ্যা ৪৯৫টি।
Question 28: ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য কত টাকা ঋণ বরাদ্দ ঠিক হয়েছে?
ক) ৩৮ হাজার কোটি টাকা
খ) ৩৯ হাজার কোটি টাকা
গ) ৪০ হাজার কোটি টাকা
ঘ) ৪১ হাজার কোটি টাকা
Explanation: কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
Question 29: ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
ক) ৬৩.০ বিলিয়ন ডলার
খ) ৬৩.৫ বিলিয়ন ডলার
গ) ৬৪.০ বিলিয়ন ডলার
ঘ) ৬৪.৫ বিলিয়ন ডলার
Explanation: ৬৩.৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।
Question 30: বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয়ে ক্রয় করেছে?
ক) ৯৩৫ কোটি টাকা
খ) ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা
গ) ৯৪০ কোটি টাকা
ঘ) ৯৫০ কোটি টাকা
Explanation: ব্যয় হয়েছে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
Question 31: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন হয় কত সালে?
ক) ১৯৯২
খ) ১৯৯৫
গ) ১৯৯৮
ঘ) ২০০০
Explanation: ১৯৯৫ সালে আইন প্রণয়ন হয়।
Question 32: আনরোয়া কী?
ক) জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা
খ) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
গ) আফ্রিকান ইউনিয়ন সংস্থা
ঘ) একটি বাণিজ্যিক সংগঠন
Explanation: আনরোয়া হলো জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা।
Question 33: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
ক) ৬২৫০ কোটি ডলার
খ) ৬৩৫০ কোটি ডলার
গ) ৬৫০০ কোটি ডলার
ঘ) ৬৬০০ কোটি ডলার
Explanation: লক্ষ্যমাত্রা ৬৩৫০ কোটি ডলার।
Question 34: ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?
ক) বান্দরবান
খ) কক্সবাজার
গ) রাঙামাটি
ঘ) খাগড়াছড়ি
Explanation: ঘুমধুম সীমান্ত বান্দরবানে অবস্থিত।
Question 35: বার্লিন প্রাচীর কত সালে তৈরি করা হয়?
ক) ১৯৬০
খ) ১৯৬১
গ) ১৯৬২
ঘ) ১৯৬৩
Explanation: ১৯৬১ সালে বার্লিন প্রাচীর তৈরি হয়।
Question 36: সম্প্রতি কোন দেশে ৭৪ মিলিয়ন বছর আগের জীবাশ্ম উদ্ধার হয়েছে?
ক) পেরু
খ) চিলি
গ) আর্জেন্টিনা
ঘ) ব্রাজিল
Explanation: চিলিতে জীবাশ্ম উদ্ধার হয়েছে।
Question 37: হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম কী?
ক) পিটার সিজারটো
খ) ভিক্টর অরবান
গ) লাসলো কোভার
ঘ) জানোস আদার
Explanation: ভিক্টর অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

আরো পরিক্ষা দিন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৫

Post a Comment

Previous Post Next Post

Contact Form