0%
Question 1: ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্য স্ফীতি কত শতাংশ?
ক) ৮.৫০%
খ) ৯.২৫%
গ) ১০.০৩%
ঘ) ১১.০৫%
Explanation: ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্য স্ফীতি ১০.০৩% ছিল।
Question 2: সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বণ্টন খসড়ায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে?
ক) চট্টগ্রাম
খ) গাজীপুর
গ) সিলেট
ঘ) রাজশাহী
Explanation: নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বণ্টন খসড়ায় গাজীপুর জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে।
Question 3: সম্প্রতি যুক্তরাজ্যের 'উইমেন ইন ডিপ্লোম্যাসি' সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশী?
ক) রুবিনা খান
খ) শিরিন আখতার
গ) আবিদা ইসলাম
ঘ) শায়লা রহমান
Explanation: আবিদা ইসলাম সম্প্রতি যুক্তরাজ্যের 'উইমেন ইন ডিপ্লোম্যাসি' সম্মাননা লাভ করেছেন।
Question 4: সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে ৮.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে?
ক) সাইবেরিয়া উপদ্বীপ
খ) কামচাতকা উপদ্বীপ
গ) তামান উপদ্বীপ
ঘ) কোলা উপদ্বীপ
Explanation: রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৮.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।
Question 5: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কতটি ক্রিকেট দল অংশগ্রহণের সুযোগ পাবে?
ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি
Explanation: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৬টি ক্রিকেট দল অংশগ্রহণের সুযোগ পাবে।
Question 6: ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তি কোনটি?
ক) হু-ফাই
খ) ব্লু-ট্র্যাক
গ) ফেস-আইডি
ঘ) নো-ক্যাম আইডি
Explanation: হু-ফাই হলো ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তি।
Question 7: যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জাপান
Explanation: যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ ভারত।
Question 8: 'রিং অব ফায়ার' কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর
Explanation: 'রিং অব ফায়ার' প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
Question 9: ঢাকার ধোলাই খাল খনন করেন কে?
ক) ইসলাম খান
খ) শায়েস্তা খান
গ) মীর জুমলা
ঘ) শেরশাহ
Explanation: ঢাকার ধোলাই খাল ইসলাম খান খনন করেন।
Question 10: থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষণ কী?
ক) উচ্চ রক্তচাপ
খ) রক্তস্বল্পতা
গ) জ্বর
ঘ) ডায়রিয়া
Explanation: থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষণ রক্তস্বল্পতা।
Question 11: 'জুলাই ঘোষণাপত্র' কত তারিখে উপস্থাপন করা হবে?
ক) ৩ আগস্ট ২০২৫
খ) ৪ আগস্ট ২০২৫
গ) ৫ আগস্ট ২০২৫
ঘ) ৬ আগস্ট ২০২৫
Explanation: 'জুলাই ঘোষণাপত্র' ৫ আগস্ট ২০২৫ তারিখে উপস্থাপন করা হবে।
Question 12: সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কী?
ক) টাইগার শার্ক
খ) ব্লু ওয়েভ
গ) রেড ঈগল
ঘ) ব্ল্যাক প্যান্থার
Explanation: সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম টাইগার শার্ক।
Question 13: সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি শতবর্ষে পদার্পণ করে?
ক) কবর
খ) নকশী কাঁথার মাঠ
গ) গীতাঞ্জলি
ঘ) সোনার তরী
Explanation: সম্প্রতি কবিতা 'কবর' শতবর্ষে পদার্পণ করে।
Question 14: সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে?
ক) ই-সিগারেট
খ) প্লাস্টিক বোতল
গ) পলিথিন ব্যাগ
ঘ) সীসাযুক্ত রং
Explanation: সম্প্রতি সরকার ই-সিগারেট উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে।
Question 15: বাংলাদেশে ঔষধ নীতি প্রণীত হয় কবে?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৯৮৩ সালে
Explanation: বাংলাদেশে ঔষধ নীতি ১৯৮২ সালে প্রণীত হয়।
Question 16: বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে ৫ আগস্ট থেকে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়?
ক) প্যারিস
খ) জেনেভা
গ) ব্রাসেলস
ঘ) বার্লিন
Explanation: বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে ৫ আগস্ট থেকে জেনেভায় আলোচনা অনুষ্ঠিত হবে।
Question 17: আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ কোনটি?
ক) সিঙ্গাপুর
খ) ইন্দোনেশিয়া
গ) মালয়েশিয়া
ঘ) থাইল্যান্ড
Explanation: আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ ইন্দোনেশিয়া।
Question 18: SAVAK কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) ইরান
খ) সিরিয়া
গ) ইরাক
ঘ) লেবানন
Explanation: SAVAK ইরানের গোয়েন্দা সংস্থা।
Question 19: ডায়মন্ড কোন ফসলের উন্নত জাত?
ক) ধান
খ) আলু
গ) গম
ঘ) ভুট্টা
Explanation: ডায়মন্ড আলুর উন্নত জাত।
Question 20: 'ডেড হ্যান্ড' কী?
ক) স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা
খ) মহাকাশ রাডার
গ) সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ) নৌবাহিনীর রাডার ব্যবস্থা
Explanation: 'ডেড হ্যান্ড' হলো একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা।
Question 21: বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা কোন দেশে?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) চীন
ঘ) ভিয়েতনাম
Explanation: বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে রয়েছে।
Question 22: বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) সৌদি আরব
গ) রাশিয়া
ঘ) কানাডা
Explanation: বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ রাশিয়া।
Question 23: '৭১+২৪ = বাংলাদেশ ২.০' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) গাজী রাকায়েত
খ) খিজির হায়াত খান
গ) তানভীর মোকাম্মেল
ঘ) অরুণ চৌধুরী
Explanation: '৭১+২৪ = বাংলাদেশ ২.০' চলচ্চিত্রের নির্মাতা খিজির হায়াত খান।
Question 24: ICDDRB-এর গবেষণা মতে, ঢাকায় বস্তির শিশুদের দেহে কত শতাংশ অতিমাত্রায় সিসার উপস্থিতি রয়েছে?
ক) ৮০%
খ) ৯০%
গ) ৯৮%
ঘ) ১০০%
Explanation: ICDDRB-এর গবেষণা মতে, ঢাকায় বস্তির শিশুদের দেহে ৯৮% অতিমাত্রায় সিসার উপস্থিতি রয়েছে।
Question 25: ২০২৪ সালে জাতিসংঘের পেয়াচেকেএপিং Excellence পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের কোন সংস্থা?
ক) বাংলাদেশ সেনাবাহিনী
খ) বাংলাদেশ নৌবাহিনী
গ) বাংলাদেশ বিমানবাহিনী
ঘ) র্যাব
Explanation: ২০২৪ সালে জাতিসংঘের পেয়াচেকেএপিং Excellence পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
Question 26: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে কত শুল্ক আরোপ করেছেন?
ক) ২০%
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ৫০%
Explanation: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫% শুল্ক আরোপ করেছেন।
Question 27: সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) বেইজিং
খ) তিয়ানজিন
গ) সাংহাই
ঘ) উহান
Explanation: সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন তিয়ানজিনে অনুষ্ঠিত হয়।
Question 28: সম্প্রতি রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কিয়েভ
খ) মস্কো
গ) ওয়ারশ
ঘ) মিনস্ক
Explanation: সম্প্রতি রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হয়।
Question 29: সার্চ ইঞ্জিন 'গুগল'-এর মালিকানাধীন প্রতিষ্ঠান কোনটি?
ক) মেটা
খ) অ্যালফাবেট
গ) অ্যামাজন
ঘ) মাইক্রোসফট
Explanation: সার্চ ইঞ্জিন 'গুগল'-এর মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালফাবেট।
Question 30: 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
ক) বঙ্গোপসাগর
খ) আরব সাগর
গ) ভারত মহাসাগর
ঘ) আন্দামান সাগর
Explanation: 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরে অবস্থিত।
Explanation: The blue whale is the largest mammal in the world.
Question 6: What is the largest mammal in the world?
A) Blue whale
B) African elephant
C) Giraffe
D) Lion
Explanation: The blue whale is the largest mammal in the world.
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--