ব্যক্তিগত কর্মকর্তা MCQ সমাধান ২০২৫ | PSC Personal Officer Exam Solution

ব্যক্তিগত কর্মকর্তা MCQ সমাধান ২০২৫ | PSC Personal Officer Exam Solution
ব্যক্তিগত কর্মকর্তা MCQ সমাধান ২০২৫ | PSC Personal Officer Exam Solution
0%
Question 1: 'তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক' -বাক্যে 'হাতভারী' কী অর্থ প্রকাশ করেছে?
ক) ঔদার্য
খ) ক্ষমতা
গ) দক্ষতা
ঘ) কৃপণতা
Explanation: হাতভারী অর্থ কৃপণতা বোঝায়।
Question 2: একটি ঘরের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে, উহার চার দেয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৮৪
খ) ৮৬
গ) ৪৪
ঘ) ৯০
Explanation: ক্ষেত্রফল = ২ × উচ্চতা × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২×৩×(৪+৬)=৮৪।
Question 3: A violation of grammatical called-manners is
ক) Jargon
খ) Colloqual
গ) Slang
ঘ) Solccism
Explanation: Grammar ভুলকে Solccism বলা হয়।
Question 4: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে কত সালে নোবেল পুরস্কারে ভূষিত করে?
ক) ১৯৮১ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ১৯৯৭ সালে
Explanation: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ১৯৮৮ সালে নোবেল পুরস্কার পায়।
Question 5: 'Land of the Thunderbolt' (বজ্রপাতের দেশ) কোনটি?
ক) তিমুর
খ) নেপাল
গ) ভুটান
ঘ) কোনোটি নয়
Explanation: ভুটানকে Land of the Thunderbolt বলা হয়।
Question 6: কোন দুটি বিদেশি উপসর্গ?
ক) বে, হর
খ) অপি, অভি
গ) কম, রাম
ঘ) সু, বি
Explanation: বে ও হর উপসর্গ দুটি বিদেশি।
Question 7: 3a²b⁴c³, 12a³b²c, 6a⁴bc² এর গ.সা.গু কোনটি?
ক) 3a²bc
খ) 3a²b²c²
গ) 12abc
ঘ) 3abc
Explanation: প্রদত্ত তিনটির সাধারণ গুণনীয়ক 3a²bc।
Question 8: — a Friday evening, I saw him.
ক) in
খ) on
গ) at
ঘ) from
Explanation: সঠিক preposition হলো “on a Friday evening।”
Question 9: কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বসাতে বসে—
ক) সেমিকোলন
খ) ড্যাশ
গ) কমা
ঘ) হাইফেন
Explanation: বিস্তার বা দৃষ্টান্ত বসাতে ড্যাশ ব্যবহৃত হয়।
Question 10: কোন নদীতে জোয়ার ভাঁটা হয় না?
ক) গোমতী
খ) সুরমা
গ) শীতলক্ষ্যা
ঘ) ধরলা
Explanation: গোমতী নদীতে জোয়ার ভাঁটা হয় না।
Question 11: 'Water Lilies' কার বিখ্যাত চিত্রকর্ম?
ক) ক্লদ মনে
খ) এদয়ার্দ মানে
গ) ভ্যান গঘ
ঘ) হেনরি মাতিস
Explanation: Water Lilies চিত্রকর্মটি ক্লদ মনেকে বিখ্যাত করেছে।
Question 12: ১ গ্যালন = কত লিটার?
ক) ৪.৫৪৪ লিটার
খ) ৪.৯৫৪ লিটার
গ) ৫.৫৮৪ লিটার
ঘ) ৩.৯৪৪ লিটার
Explanation: ১ গ্যালন সমান ৪.৫৪৪ লিটার।
Question 13: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত হবে?
ক) ৩৪
খ) ৩৬
গ) ৩৮
ঘ) ৪৫
Explanation: প্রতিবার সংখ্যা ক্রমান্বয়ে ৩, ৫, ৭, ৯ যোগ হচ্ছে → ২৭+১১=৩৮।
Question 14: কখনো উপন্যাস লেখেননি—
ক) বুদ্ধদেব বসু
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
Explanation: সুধীন্দ্রনাথ দত্ত উপন্যাস লেখেননি।
Question 15: একটি পাত্রে ১৬টি কালো পাথর ও ২৪টি লাল পাথর আছে। পাত্রে শতকরা কত অংশ লাল পাথর আছে?
ক) ৪০%
খ) ৫০%
গ) ৬০%
ঘ) ৭৫%
Explanation: মোট পাথর ৪০টি, লাল পাথর ২৪টি → ২৪/৪০ = ৬০%।
Question 16: 'বিপদাপন্ন লোককে সহযোগীতা করা সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত'-বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
Explanation: বাক্যে মোট তিনটি ভুল আছে।
Question 17: The chieft and his followers present there.
ক) were
খ) was
গ) be
ঘ) is
Explanation: সঠিক verb হবে “were present”।
Question 18: 'পর্বত' এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক) শৈল
খ) অচল
গ) মেদিনী
ঘ) অদ্রি
Explanation: “মেদিনী” মানে পৃথিবী, এটি পর্বতের সমার্থক নয়।
Question 19: সম্প্রতি কোন দেশ ন্যাটোর সদস্যভুক্ত হয়েছে?
ক) সুইডেন
খ) ইউক্রেন
গ) ফিনল্যান্ড
ঘ) উত্তর মেসিডোনিয়া
Explanation: সুইডেন সম্প্রতি ন্যাটোর সদস্য হয়েছে।
Question 20: One learns to grow food by —
ক) cultivation
খ) planning
গ) study
ঘ) dancing
Explanation: খাবার উৎপাদন শেখা হয় cultivation (চাষাবাদ) দ্বারা।
Question 21: There — ten people in the road.
ক) of
খ) be
গ) is
ঘ) were
Explanation: বহুবচন subject থাকায় 'were' হবে।
Question 22: 'He bit a boy.' - Make it passive.
ক) He was biten a boy.
খ) He is bitten a boy.
গ) A boy was bitten by him.
ঘ) A boy is bitten by him.
Explanation: Passive voice = A boy was bitten by him.
Question 23: 'যার কিছু নেই' - এক কথায় প্রকাশ করলে হবে:
ক) দরিদ্র
খ) আকিঞ্চন
গ) নির্ধন
ঘ) অভাবী
Explanation: 'আকিঞ্চন' মানে যার কিছু নেই।
Question 24: 'উন্মনা' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক) উন্মনা
খ) উন্মোনা
গ) উন্মুনা
ঘ) উনোন্না
Explanation: সঠিক উচ্চারণ 'উন্মনা'।
Question 25: Choose the correct spelling.
ক) Repectation
খ) Repetition
গ) Repeatetion
ঘ) Repitition
Explanation: সঠিক বানান Repetition।
Question 26: π (পাই) = ?
ক) 3.1416
খ) 180°
গ) উভয়টিই
ঘ) একটিও না
Explanation: পাই এর মান ≈ 3.1416 এবং 180° এর সাথে সম্পর্কিত।
Question 27: 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - পঙক্তিটি কোন কাব্যের?
ক) চন্ডীমঙ্গল
খ) মনসামঙ্গল
গ) অন্নদামঙ্গল
ঘ) ধর্মমঙ্গল
Explanation: উক্ত পঙক্তি অন্নদামঙ্গল কাব্যের।
Question 28: একটি বর্গের পরিসীমা ৩৬ মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
ক) 6√2
খ) 6√3
গ) 9√2
ঘ) 9√3
Explanation: বাহু = 9 মিটার, কর্ণ = 9√2।
Question 29: বৃত্তের পরিধি : ব্যাস = কত?
ক) 1:21
খ) 1:π
গ) π:1
ঘ) 1:4π
Explanation: পরিধি = π × ব্যাস। তাই অনুপাত π:1।
Question 30: কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে সমান বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত?
ক) ০°
খ) ১২০°
গ) ১৮০°
ঘ) ২৪০°
Explanation: সমান বাহু হলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল = ০°।
Question 31: বাংলাদেশ কোন সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে?
ক) ১৯৮০
খ) ১৯৮৪
গ) ১৯৯০
ঘ) ১৯৯৪
Explanation: বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশ নেয় ১৯৮৪ সালে।
Question 41: 'ফুলের বাইরের আবরণ' – এক কথায় প্রকাশ করলে কী হবে?
ক) ফুলেল
খ) বৃতি
গ) পুষ্পাভরণ
ঘ) ফুটন্ত
Explanation: 'ফুলের বাইরের আবরণ' মানে বৃতি।
Question 42: কোনটি শুদ্ধ বানান?
ক) পুরষ্কার
খ) তিরষ্কার
গ) পরিস্কার
ঘ) আবিষ্কার
Explanation: শুদ্ধ বানান 'আবিষ্কার'।
Question 43: UNPROFOR নামের জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন দেশের মাটিতে নিয়োগ করা হয়েছিল?
ক) ইরাক-ইরান সীমান্ত
খ) বসনিয়া-হার্জেগোভিনা
গ) সোমালিয়া
ঘ) প্যালেস্টাইন
Explanation: UNPROFOR নিয়োগ হয়েছিল বসনিয়া-হার্জেগোভিনায়।
Question 44: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
ক) রুগ্ন
খ) তির
গ) অভাগিনি
ঘ) রজনি
Explanation: 'রুগ্ন' শুদ্ধ নয়।
Question 45: ফেয়ার ফ্যাক্স কি?
ক) সংবাদ সংস্থা
খ) মানবাধিকার সংস্থা
গ) পরিবেশ সংরক্ষণ সংস্থা
ঘ) গোয়েন্দা সংস্থা
Explanation: ফেয়ার ফ্যাক্স হলো গোয়েন্দা সংস্থা।
Question 46: A museum is a good collection of –
ক) relics
খ) histocial
গ) resource
ঘ) tourists
Explanation: মিউজিয়ামে relics সংগ্রহ থাকে।
Question 47: 'ডেটন চুক্তি' স্বাক্ষরিত হয় কোন শহরে?
ক) আলাক্সা
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) মিউনিখ
Explanation: ডেটন চুক্তি প্যারিসে স্বাক্ষরিত হয়।
Question 48: x² – x – 12-এর মূলদ্বয় নিচের কোনটি?
ক) –3, –4
খ) 3, –4
গ) –3, 4
ঘ) 3, 4
Explanation: সমীকরণের মূলদ্বয় হলো –3 এবং 4।
Question 49: The word 'essential' means:
ক) very clear
খ) very important
গ) very new
ঘ) very difficult
Explanation: 'essential' মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Question 50: 'Cohesive' means:
ক) sticking together
খ) retaining heat
গ) bending easily
ঘ) is broken easily
Explanation: 'cohesive' মানে একত্রে লেগে থাকা।
Question 51: অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
ক) দূরদৃষ্টি
খ) পঞ্চভূত
গ) একত্রিত
ঘ) জবাবদিহি
Explanation: 'একত্রিত' হলো অপপ্রয়োগ।
Question 52: Mainamati flows Dhaka. Cumilla and —
ক) by
খ) between
গ) beyond
ঘ) beside
Explanation: সঠিক preposition হবে 'between'।
Question 53: X = {x ∈ N : x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক} হলে, X কত?
ক) {6, 18, 36}
খ) {6, 12, 18, 36}
গ) {6, 9, 12, 18, 36}
ঘ) {12, 18, 36}
Explanation: সঠিক সেট হলো {6, 12, 18, 36}।
Question 54: কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে?
ক) কর্ণফুলি
খ) নাফ
গ) মেঘনা
ঘ) হালদা
Explanation: হালদা নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে।
Question 55: 'কর্ণার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত রয়েছে কোথায়?
ক) ভিয়েতনাম
খ) মাকাও
গ) ওকিনাণ্ডময়া
ঘ) হাইতি
Explanation: স্মৃতিসৌধটি স্থাপিত রয়েছে ওকিনাণ্ডময়ায়।
Question 56: secθ = 2 হলে cotθ এর মান কত?
ক) 1/5
খ) √3
গ) √5
ঘ) 15
Explanation: secθ = 2 হলে cosθ = 1/2, sinθ = √3/2 → cotθ = √3।
Question 57: বাংলাদেশের কোন এলাকাকে Marine Area (MPA) ঘোষণা করা হয়েছে?
ক) সেন্টমার্টিন
খ) সেন্টমার্টিন এবং তার আশেপাশের এলাকা
গ) পটুয়াখালী ও বরগুনা
ঘ) হিরণ পয়েন্ট
Explanation: Marine Protected Area হিসেবে সেন্টমার্টিন এবং আশেপাশের এলাকা ঘোষিত।
Question 58: বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
Explanation: ১০,০০০ × ১২% × ৪ = ৪,৮০০ টাকা।
Question 59: কোন গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
ক) ১৮,৩৬০ জন
খ) ১৮,৫০০ জন
গ) ১৯,০০০ জন
ঘ) ২০,০০০ জন
Explanation: ২০,০০০ এর ৮% বৃদ্ধি পেলে ২১,৬০০ হয়।
Question 60: I went — the kitchen to make dinner.
ক) on
খ) from
গ) to
ঘ) of
Explanation: সঠিক preposition হবে 'to'।
Question 61: IMF এর প্রধান কাজ কি?
ক) বাণিজ্য সম্প্রসারণ
খ) আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা
গ) ঋণ প্রদান
ঘ) অর্থনৈতিক উন্নয়ন
Explanation: IMF আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
Question 62: The opposite of 'admit' is to—
ক) defy
খ) deny
গ) doubt
ঘ) accept
Explanation: 'Admit' এর বিপরীত হলো 'deny'।
Question 63: চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৮০৭ সালে
খ) ১৮১০ সালে
গ) ১৯০৭ সালে
ঘ) ১৯১০ সালে
Explanation: চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে।
Question 64: 'রাত্রির শেষভাগ' এক কথায় কী হবে?
ক) মহানিশা
খ) যমিনী
গ) পররাত্র
ঘ) রাত্রিশেষ
Explanation: রাত্রির শেষভাগকে বলা হয় ‘পররাত্র’।
Question 65: নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন—
ক) তেলের খনির মালিক হিসেবে
খ) উন্নত ধরণের বিস্ফোরক আবিষ্কার করে
গ) ইস্পাত কারখানার মালিক হিসেবে
ঘ) জাহাজের ব্যবসা করে
Explanation: আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে ধনী হন।
Question 66: the traffic light. Turn right. Select the correct answer:
ক) on
খ) at
গ) in
ঘ) over
Explanation: সঠিক preposition হবে 'at the traffic light'।
Question 67: A ____ society is one where many languages are spoken.
ক) unilateral
খ) multilateral
গ) unilingual
ঘ) multilingual
Explanation: একাধিক ভাষায় কথা বলা সমাজ = multilingual society।
Question 68: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক) ৩ গুণ
খ) ৯ গুণ
গ) ১৬ গুণ
ঘ) একটিও না
Explanation: ক্ষেত্রফল ∝ r², তাই ব্যাস ৩ গুণ হলে ক্ষেত্রফল হবে ৯ গুণ।
Question 69: They built ____ university in the town.
ক) a
খ) the
গ) an
ঘ) none
Explanation: সঠিক হবে 'a university'।
Question 70: ওয়ার্ল্ড ওয়াচ কি?
ক) প্রাচীনতম ঘড়ি
খ) সময় পর্যবেক্ষণকারী সংস্থা
গ) ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
ঘ) কোনোটি নয়
Explanation: World Watch হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা।
Question 71: মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু কে?
ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান
গ) সম্রাট আওরঙ্গজেব
ঘ) সম্রাট হুমায়ুন
Explanation: আওরঙ্গজেব ছিলেন সর্বাধিক ধর্মপরায়ণ সম্রাট।
Question 72: একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড়, ৮০০ থেকে ঠিক তত ছোট। সংখ্যাটি কত?
ক) ১২০
খ) ২৪০
গ) ৬৩০
ঘ) ৬৮০
Explanation: সংখ্যা হবে ৬৮০।
Question 73: নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
ক) মেক্সিকো সিটি
খ) ইস্তাম্বুল
গ) কায়রো
ঘ) সানজোস
Explanation: ইস্তাম্বুল এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত।
Question 74: He is pro-European, because he ____ Europe.
ক) dislikes
খ) supports
গ) live in
ঘ) lived a long time in
Explanation: pro-European মানে তিনি ইউরোপকে support করেন।
Question 75: 'অর্থহীন অপব্যয়' অর্থ প্রকাশ করে কোনটি?
ক) মশা মারতে কামান দাগা
খ) ভস্মে ঘি ঢালা
গ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
ঘ) গরু মেরে জুতো দান
Explanation: 'মশা মারতে কামান দাগা' অর্থ হলো অর্থহীন অপব্যয়।
Question 76: ণ-ত্ব বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ বানান?
ক) পুরনো
খ) ধরন
গ) ঝরনা
ঘ) বর্ননা
Explanation: সঠিক বানান হবে 'বর্ণনা', 'বর্ননা' নয়।
Question 77: বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোন জেলায় অবস্থিত?
ক) সুনামগঞ্জ
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) কিশোরগঞ্জ
Explanation: হাকালুকি হাওড়, সবচেয়ে বড়, মৌলভীবাজারে অবস্থিত।
Question 78: The wall is made of bricks. The underlined word is a/an-
ক) countable noun
খ) uncountable noun
গ) proper noun
ঘ) uncountable noun
Explanation: 'bricks' একটি countable noun।
Question 79: 'বীরভোগ্যা বসুন্ধরা' বাগধারাটির অর্থ কী?
ক) ঝামেলা উপর ঝামেলা
খ) অন্তরের গোপন ইচ্ছা
গ) দুর্ভাগ্যের শেষ হওয়া
ঘ) সাহসীরাই পৃথিবীর সুখ ভোগ করে
Explanation: 'বীরভোগ্যা বসুন্ধরা' মানে সাহসীরাই পৃথিবী ভোগ করে।
Question 80: The word 'Tiny' means:
ক) small
খ) thin
গ) strong
ঘ) tall
Explanation: Tiny মানে ছোট বা small।
Question 81: It has been raining --- three days.
ক) of
খ) from
গ) for
ঘ) on
Explanation: সময়ের ক্ষেত্রে "for" ব্যবহৃত হয়।
Question 82: ৪, -১, ১১, -৪৬, ... সাংখ্যিক প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত?
ক) -৫১
খ) -৫৬
গ) -৬৬
ঘ) -৭১
Explanation: ধারাবাহিক হিসাব করলে -৭১ পাওয়া যায়।
Question 83: 'পাউরুটি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি
খ) তুর্কি
গ) ইংরেজি
ঘ) পর্তুগিজ
Explanation: 'পাউরুটি' এসেছে পর্তুগিজ ভাষা থেকে।
Question 84: 'ভানুসিংহের পদাবলী' কোন ধরণের রচনা?
ক) বৈষ্ণব ধর্মশাস্ত্র
খ) নাটক
গ) গীতিনাট্য
ঘ) উপন্যাস
Explanation: 'ভানুসিংহের পদাবলী' একটি গীতিনাট্য।
Question 85: 'সুধা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) দামি
খ) কপট
গ) ভয়
ঘ) গরল
Explanation: 'সুধা' মানে অমৃত, এর বিপরীত 'গরল'।
Question 86: 4 ^ (x + 1) = 32 হলে x এর মান কত?
ক) 3
খ) 5
গ) -2
ঘ) -5
Explanation: 4^(x+1) = 32 = 2^5 ⇒ x = 3।
Question 87: x² - 9 ≤ 0 এর সমাধান কোনটি?
ক) -3 < x < 2
খ) -3 ≤ x < 3
গ) -3 ≤ x ≤ 3
ঘ) -3 < x ≤ 3
Explanation: x² ≤ 9 ⇒ -3 ≤ x ≤ 3।
Question 88: a - b, a² - ab, a² - b² এর ল.সা.গু. নিচের কোনটি?
ক) a - b
খ) a² - b²
গ) a(a - b)
ঘ) a(a² - b²)
Explanation: ল.সা.গু = a(a² - b²)।
Question 89: বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে 'জুটম্যান' নামে পরিচিত?
ক) ড. মাকসুদুল খান
খ) ড. মোঃ শাহজাহান
গ) ড. মোবারক আহমদ খান
ঘ) আবদুস সাত্তার খান
Explanation: ড. মোবারক আহমদ খান 'জুটম্যান' নামে পরিচিত।
Question 90: 'চাঁদের অমাবস্যা' গ্রন্থটির লেখক কে?
ক) সত্যেন সেন
খ) হাসান আজিজুল হক
গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation: 'চাঁদের অমাবস্যা' সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা।
Question 91: ওয়াটার গেট কি?
ক) জলপ্রপাত
খ) বাণিজ্যিক ভবন
গ) নদী
ঘ) বাঁধ
Explanation: ওয়াটার গেট একটি বাণিজ্যিক ভবন।
Question 92: বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্রঋণ চালু আছে?
ক) জাপান
খ) ফিজি
গ) লাওস
ঘ) পূর্ব তিমুর
Explanation: জাপানে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্রঋণ চালু আছে।
Question 93: There ___ several errors.
ক) has been
খ) was
গ) have been
ঘ) is
Explanation: বহুবচনের জন্য "have been" সঠিক।
Question 94: ATM-এর অর্থ কি?
ক) Automatic Teller Mechanism
খ) Automatic Teller Machine
গ) Automated Teller Machine
ঘ) Automation in Teller Machine
Explanation: ATM = Automated Teller Machine।
Question 95: Which is the correct spelling?
ক) canden
খ) condem
গ) condemn
ঘ) condemme
Explanation: সঠিক বানান হলো condemn।
Question 96: ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি—
ক) সূক্ষ্মকোণী
খ) সমকোণী
গ) সমবাহু
ঘ) স্থূলকোণী
Explanation: ত্রিভুজের এক কোণ = অপর দুই কোণের সমষ্টি ⇒ সমকোণী।
Question 97: 'কমলে কামিনী' নাটকের রচয়িতা কে?
ক) দীনবন্ধু মিত্র
খ) মীর মশাররফ হোসেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) বুদ্ধদেব বসু
Explanation: 'কমলে কামিনী' দীনবন্ধু মিত্র রচনা।
Question 98: He walks to school ___
ক) today
খ) now
গ) everyday
ঘ) yesterday
Explanation: He walks to school everyday সঠিক।
Question 99: ABC ত্রিভুজে AB = AC, ∠A = 90° হলে, ∠B = কত?
ক) 30°
খ) 45°
গ) 50°
ঘ) 60°
Explanation: সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে ∠B = 45°।
Question 100: আলোচিত সামরিক স্থাপনা 'Elephant Pass' কোথায় অবস্থিত?
ক) ভারত
খ) শ্রীলঙ্কা
গ) নেপাল
ঘ) ভুটান
Explanation: Elephant Pass শ্রীলঙ্কায় অবস্থিত।

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান 

Post a Comment

Previous Post Next Post

Contact Form